Indian Tourist Visa করতে কী কী লাগে?

Indian Tourist Visa করতে কী কী লাগে?

Indian Tourist Visa করতে কী কী লাগে?

ভারতীয় ভ্রমন ভিসার করতে নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হয়।

১। আপনার পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে)।

২। ভোটার আইডি কার্ডের ফটোকপি।

৩। দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ল্যাব প্রিন্ট ছবি।

Indian Tourist Visa করতে কী কী লাগে?

৪। নিজের ভোটার আইডি দিয়ে ক্রয় করা সিম বা পিতা-মাতার নামের সিম থাকতে হবে।

৫। নিজ নামীয় ইমেইল দিয়ে আবেদন করতে হবে।

৬। নিজ নামের ব্যাংক একাউন্ট থেকে প্রাপ্ত ব্যাংক স্টেটমেন্ট – ৬মাসের। পিতা-মাতার নামের বা স্বামী অথবা স্ত্রীর নামের হলেও হবে।

৭। পেশাগত প্রমাণপত্র (যেমনঃ কৃষক হলে খতিয়ান, ছাত্র হলে আইডি কার্ড, চাকুরি হলে এনওসি, ব্যবসায় হলে ট্রেড লাইসেন্স)।

Indian Tourist Visa করতে কী কী লাগে?

৮। নাগরিক সনদ পত্র।

৯। বাড়ি/বাসার বিদ্যুৎ /গ্যাস/পানির বিল এর মুল কপি।

১০। ভিসার এর ক্রমিক নং অনুসারে পর্যায়ক্রমে সাজিয়ে ফাইল জমা দিতে হবে।

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *