Mutation বা নামজারী করতে যা প্রয়োজন?

Mutation বা নামজারী করতে যা প্রয়োজন?
আধুনিককালে জমি-জমা সংক্রান্ত সমস্যায় মানুষ জর্জরিত ছিলেন। ভূমি সেবা অটোমেশন করার ফলে মানুষের জনমনে সস্থি ফিরেছে।
আপনার জমির নামজারী বা নামপত্তন করতে নিচের কাগজপত্রগুলো প্রয়োজনঃ
১। আপানার মূল দলিল (সাব কবলা/হেবা/ডিক্রি ইত্যাদি দলিল)।
২। পিঠ বা বায়া দলিল (যদি থাকে, প্রয়োজন হলে)।
৩। আর এস বা আর বি এস রেকর্ডীয় খতিয়ান অথবা নামজারী খতিয়ান।
৪। ভোটার আইডি কার্ডের ফটোকপি।
৫। এক কপি ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি।
৬। সচল মোবাইল নাম্বার।
৭। ওয়ারিশ সনদ (প্রয়োজন হলে)।
৮। ফারায়েজ নামা (প্রয়োজন হলে)।
সকল কাগজপত্র মুল এবং তা কালার স্ক্যান করে ফাইল আপলোড করতে হবে।