Mutation কীভাবে নিজে নিজে করবেন?

Mutation কীভাবে নিজে নিজে করবেন?
Mutation কীভাবে নিজে নিজে করার জন্য যা যা করতে হবে আপনাকে, নিচে তা আলোচনা করা হলোঃ
১। আপনার মুল দলিল, পঁর্চা, ছবি, ভোটার আইডি অনুসারে একজন দক্ষ আবেদনকারীর মাধ্যমে আবেদন করবেন।
২। আবেদনে প্রদানকৃত সকল কিছুর ফটোকপি দিয়ে একটা সেট তৈরী করবেন। উপজেলা ভূমি অফিস থেকে এসি ল্যান্ড মামলা নাম্বার প্রদান করলে আপনি মোবাইলে এসএমএস পাবেন। জরুরী হলে আবেদনের পর পর এসি ল্যান্ড অফিসে এসি ল্যান্ড মহোদয়ের নিকট গেলে মামলা নাম্বার দিয়ে দিবে।
৩। পরে আপনার ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস এ যান এবং নায়েব সাহেবকে ফাইলটি দিন এবং বলুন যে, উক্তেআবেদন ও ফাইল অনুসারে একটি রিপোর্ট প্রদান করতে। উল্লেখ্য যে, কিছু খরচের পয়সা দিতে হতে পারে। দিলে কাজটি দ্রুত হবে।
Mutation কীভাবে নিজে নিজে করবেন?
৪। রিপোর্ট প্রদান করলে চলেন যাবেন আপনার উপজেলা ভূমি অফিসে সম্মানিত এসি ল্যান্ড মহোদয়ের নিকট। তিনি একটি শুনানীর তারিখ নির্ধারণ করে আপনার মোবাইলে একটি এসএমএস দিবেন।
৫। নির্ধারিত শুনানীর দিনে সকল মূল দলিল, পঁর্চা ইত্যাদি নিয়ে এসি ল্যান্ড অফিসে গিয়ে শুনানীতে অংশ নিতে হবে। শুনানী শেষ হলে ২ থেকে ৩ কর্মদিবসের মধ্যে ডি সি আর ফি প্রদানের জন্য এসএমএস পাবেন।
৬। তখন এসি ল্যান্ড অফিসের নাজিরের নিকট থেকে বা যেকোন কম্পিউটারের দোকান থেকে আপনি আপনার নামজারী খতিয়ান ও ডিসিআর কপি হাতে পাবেন।
৭। পরবর্তীতে অনলাইনে ভুমি উন্নয়ন কর পরিশোধ করে আপনার জমি ভোগ-দখল করতে থাকুন।
Mutation কীভাবে নিজে নিজে করবেন?
প্রয়োজনেঃ 01613332056