E-Passport করতে কী কী কাগজপত্র লাগে?

E-Passport করতে কী কী কাগজপত্র লাগে?
প্রথমত্ব পাসপোর্ট করতে হলে আপনাকে নির্ভেজাল কাগজপত্র সংগ্রহ করতে হবে।
১। আপনার ভোটার আইডি কার্ড এর ফটোকপি ও মূল কপি।
২। পিতা-মাতার ভোটার আইডি কার্ড এর ফটোকটি বা মুলকপি (প্রযোজ্য)। তবে ১৮ বছরের নিচে বয়সীদের এটা লাগে।
৩। পেশাগত সনদ (ছাত্র হলে প্রমানপত্র/প্রত্যয়ন/সার্টিফিকেট ও ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, চাকুরিজীবি হলে অফিস এনওসি)
৪। নাগরিক সনদপত্র।
৫। আপনার বাড়ির ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি)।
৬। কাবিননামা (বিবাহিত হলে, তবে হিন্দুদের ক্ষেত্রে এটা অনেকটা শিথিলযোগ্য) বা তালাকনামা।
৭। পুরাতন পাসপোর্ট থাকলে তাহার ফটোকপি ও মূলকপি সাথে নিতে হবে।