আপনার ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম

আপনার ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম
আপনি হয়তো বর্তমানে যেখানে স্থায়ীভাবে বসবাস করছেন, সেখানকার ভোটার আপনি নন। তাহলে কী করবেন? আপনাকে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করতে হবে।
ভোটার আইডি কার্ড এর ভোটার এলাকা পরিবর্তন করার জন্য যে সকল কাগজপত্র লাগবে তাহা নিচে আলোচনা করা হলোঃ
১। নির্বাচন অফিস কর্তৃক প্রদেয় ফরম নং ১৩ আপনাকে ফিলাপ করতে হবে।
২। আপনি যে এলাকায় ভোটার হতে চাইছেন সে এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র নিতে হবে।
আপনার ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম
৩। ফরম নং ১৩ পূরণ করার পর উক্ত ফরমের নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক সিল, ভোটার নাম্বার ও তাহার স্বাক্ষর নিতে হবে।
৪। আপনার বাড়ির বিদ্যুৎ বিল/গ্যাস/পানির বিলের কপি।
৫। আপনার বাড়ির হোর্ল্ডিং বা চৌকিদারী করের রশিদ এর ফটোকপি সংযুক্ত করতে হবে।
৬। আপনি যে এলাকায় ভোটার হচ্ছেন সে এলাকার বা সেই বাড়ির যেকোন একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করবেন।
আপনার ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম
৭। নিজের ভোটার আইডি কার্ডের ফটোকপি।
তার মানে প্রথমে পূরণ ও স্বাক্ষরকৃত ফরম নং ১৩, এরপরে আপনার ভোটার আইডির ফটোকপি, তারপর প্রত্যয়নপত্র, বিলের কপি, হোল্ডিং বা চৌকিদারী করের রশিদ এবং সর্বশেষ আপনি যে এলাকায় ভোটার হচ্ছেন সে এলাকার বা সেই বাড়ির যেকোন একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করবেন।
পরবর্তীতে আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে উক্ত ফাইলটি জমা প্রদান করবেন এবং আশা করা যায় যে, জমা প্রদানের দিন থেকে শুরু করে আগামী ১৫-২০ দিনের আপনার মোবাইল নাম্বারে কনফার্ম এসএমএস চলে যাবে।
তখন যেকোন অনলাইন ভিত্তিক কম্পিউটারের দোকানে গিয়ে ২৩০+৬= ২৩৬ টাকা রকেট বা বিকাশের মাধ্যমে সরকারী তহবিলে জমা দিবেন। টাকা জমা ও কার্ড তৈরীর জন্য কম্পিউটার দোকান মালিক সার্ভিস বাবদ ১০০ টাকা নিতে পারেন।
প্রয়োজনেঃ 01613332056